ডেস্ক রিপোর্টঃ
টানা ১৭ দিন প্রচার-প্রচারনা শেষে আজ রবিবার (১৬ জানুয়ারী) নারায়ণগঞ্জ সিটি নির্বাচন অনুষ্ঠিত হয় । সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহন, চলে বিকাল ৪টা পর্যন্ত । সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটাররা ভোট দেয়ার জন্য ভীড় জমায় । নাসিক নির্বাচনে ভোট গ্রহণ শেষ এখন শুধুই ফলের অপেক্ষা । টানা ৮ ঘন্টা ভোটগ্রহণ সুষ্ঠূ ভাবে শেষ হয়েছে । তার আগে সকাল ৮টায় এবং সকাল পৌনে ১১টায় (নাসিক)নির্বাচনের মেয়র পদের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভী ও স্বতন্ত্র প্রাথী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার তাদের মূল্যবান ভোট দিয়ে থাকেন । প্রধান দুই মেয়র প্রার্থীর কেউই বড় ধরনের কোনো অনিয়মের অভিযোগ করেননি ।
প্রধান দুই মেয়র প্রার্থী আইভী ও তৈমূর ছাড়াও অপর প্রতিদ্বন্দ্বীরা হলেন , বাংলাদেশ খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন (দেয়ালঘড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাছুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস (হাতঘড়ি), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোঃ জসিম উদ্দিন (বটগাছ), স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম (ঘোড়া) ।