বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক: সদ্য যোগদানকৃত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন এর সাথে ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রদান করা হয় গার্ড অব অনার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এর উপস্থিতিতে বুধবার ১২ জানুয়ারি বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় পুলিশের ঊর্ধবতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সদ্য যোগদানকৃত সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন ইতোপূর্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে কর্মরত ছিলেন। গত ২৮ ডিসেম্বর ২০২১ মোঃ আখতার হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হিসেবে নিয়োগ করেন। একইসাথে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন সরকারি চাকরি বিধি অনুযায়ী ১২ জানুযারি ২০২২ তারিখ থেকে চাকরির মেয়াদ শেষ হওয়ায় তাঁকেও বিদায়ী সম্মাননা প্রদান করা হয়।
শ্রেষ্ঠর মানবতার শ্রেষ্ঠত্ব
নেত্রকোণা প্রতিনিধি: বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সন্তান হিসেবে খ্যাত, নেত্রকোণা জেলার বারহাট্রা উপজেলা শাখা আওয়ামী লীগের...