ডেস্ক রিপোর্টঃ
আজ বুধবার ১২ জানুয়ারি কোভিড-১৯ টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও অধিদপ্তরের পরিচালক ডা. মোঃ শামসুল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় জানানো হয়, এখন থেকে করোনা টিকার তৃতীয় ডো্জে বুস্টার ডোজ হিসেবে সারাদেশে শুধু মর্ডানার টিকা ব্যবহার করা হবে । তবে, স্কুল-কলেজের (১২-১৭) বছরের শিক্ষার্থীদের মধ্যে ফাইজারের টিকা দেয়া হবে ।স্বাস্থ্য অধিপ্তরের হিসাব মতে আজ বুধবার সারাদেশে সাড়ে ৫ লাখ মানুষের শরীরের বুস্টার ডোজ দেয়া হয়েছে ।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে সারাদেশে সরকারি হাসপাতালের পরিচালক,উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এবং সব পৌরসভার মেডিকেল অফিসারদের,জেলা হাসপাতাল,সিভিল সার্জনদের এই নির্দেশ দেয়া হয়েছে ।
উল্লেখ্য যে , গত ২৮ ডিসেম্বর থেকে সারাদেশে স্বাস্থ্য অধিদপ্তর করোনা ভাইরাসের টিকা হিসেবে বুস্টার ডোজ দেয়া শুরু করেছে । যাদের বয়স ৬০ বছরের উর্ধ্বে,যারা কভিড-১৯ এর বিরুদ্ধে সামনের সারিতে লড়াই করছে তাদের সকলের জন্য বুস্টার ডোজ দেয়া হচ্ছে ।তারা টিকার দ্বিতীয় ডোজ নেয়ার ছয় মাস পর থেকে বুস্টার ডোজ নিতে পারবেন ।