ডেস্ক রির্পোটঃ
কলকাতার বিখ্যাত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় নতুন বছরের শুরুতেই জানিয়েছিলেন তিনি করোনা পজিটিভ । খবরটি দেবার সাথে সাথেই তার ভক্ত অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেন এবং সুস্থতা কামনা করেন । আবার অন্যদিকে কেউ কেউ নাকি তার মৃত্যও কামনা করেন । তবে ১০ দিন পর তার করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে এখন তিনি করোনা মুক্ত এমনটাই সৃজিত তার পোস্টে লিখেছেন ।সৃজিত মুখোপাধ্যায় তার পোস্টে যারা তার জন্য দোয়া ও প্রার্থনা করেছেন তার খোঁজ খবর নিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাদের প্রতি ।পাশাপাশি যারা তার মৃত্যু কামনা করেছেন তাদেরও পরিচালক ধন্যবাদ জানিয়েছেন ।
এদিকে সৃজিত মুখার্জী করোন আক্রান্ত হবার পরপরই করোনায় আক্রান্ত হয়ে পরেন অভিনেত্রী মিথিলা এবং তার কন্যা আইরা । তিনদিন জ্বর থাকার পর করোনার রিপোর্ট পজিটিভ আসে আইরার এবং মিথিলার । মিথিলা নিজেই সংবাধমাধ্যমকে জানিয়েছিলেন, মিথিলা ও তার মেয়ে আইরার করোনা পজিটিভ হবার খবরটি । তবে এখন তারা দুইজনই করোনা মুক্ত এবং সুস্থ আছেন তবে মিথিলার ঠান্ডা ও কাশি এখনো আছে । অন্যদিকে আইরা দ্রুতই সুস্থ হয়ে উঠছে ।