ডেস্ক রিপোর্টঃ
স্বাস্থ অধিদপ্তর বলছে, ঢাকা ও রাঙ্গামাটি এই দুই জেলায় করোনা সংক্রমনের হার ১০ থেকে ২০ শতাংশের মধ্যে রয়েছে । ঢাকায় করোনা সংক্রমনের হার ১২ শতাংশের বেশী আর রাঙ্গামাটিতে এই হার ১০ শতাংশ। এ ছাড়া অন্যান্য জেলা গুলোতে এই হার ৮ থেকে ৯ শতাংশের মধ্যে রয়েছে । তাই অন্যান্য জেলাগুলোকে হলুদ জোন হিসেবে দেখিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর । হলুদ জোনের মধ্যে জেলাগুলো হলো রাজশাহী, দিনাজপুর, যশোর লালমনিরহাট,রংপুর চট্টগ্রাম, বগুড়া, গাজীপুর, জামালাপুর, পিরোজপুর, বাগেরহাট,নারায়নগঞ্জ, নওগা, ঝালকাঠি, খুলনা, পটুয়াখালি, কুড়িগ্রাম,জয়পুরহাট,ফরিদপুর, বরিশাল,চুয়াডাঙ্গা কুমিল্লা, টাঙ্গাইল,ভোলা,নেত্রকোনা ইত্যাদি ।
অন্যদিকে পঞ্চগড় এবং বান্দরবন জেলায় করোনা পরীক্ষার হার খুবই কম হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ।
তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, রেড জোন মানেই রেড এলার্ট জারি নয় । তিনি বলেন কয়েকটি মিডিয়ার রেড এলার্টের খবরে আমি নিজে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সবার সাথে কথা বলেছি এই সর্ম্পকে কেউই কিছু বলতে পারছে না যে তারা রেড এলার্ট জারি করেছেন । তিনি আরও বলেন , রেড জোন বা ঝুকিঁতে থাকা আর রেড এলার্ট জারি করা একই ব্যাপার না তা অবশ্যই আমাদের সবাইকে ভাল করে বুঝতে হবে ।
এদিকে গতকাল সোমাবার মন্ত্রীপরিষদ বিভাগ করোনা সংক্রমনের বিস্তার ঠেকাতে ১১ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে । যেখানে করোনা ও ওমিক্রনের বিস্তার ঠেকাতে সকল উন্মক্ত স্থানে সভা- সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং প্রতিটি বাসে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের কথা বলা হয়েছে । সবাইকে অবশ্যই মুখে মাস্ক পরতে হবে ।হোটেল রেস্তোরায় খাবার খেতে গেলে এবং আবাসিক হোটেলে থাকতে গেলে অবশ্যই টিকা সনদ দেখাতে হবে । ১২ বছরের উর্ধ্বে সকল শিক্ষার্থীকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত তারিখের পরে টিকা সনদ ছাড়া প্রতিষ্ঠানে প্রবেশের অনুমতি না দেয়া ।