আজ সোমবার ১০ জানুয়ারী মায়ানমারের জান্তাশাসিত দেশটির একটি আদালত মিয়ামারের নেত্রী অং সান সু চির ৪ বছরের কারাদণ্ড প্রদান করেন । অবৈধ ভাবে ওয়াকিটকি রাখার অভিযোগে এবং আরও বেশ কয়েকটি মামলার অভিযোগে নোবেল বিজয়ী গনতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে দোষী সাব্যস্ত করে দেশটির সামরিক আদালত চার বছরের কারাদণ্ডের রায় দেয় এমনকি করোনাকালে বিধিনিষেধ লঙ্ঘনের মামলায়ও তাকে দোষী সাব্যস্ত করা হয়।
গত বছর ৬ ডিসেম্বর ‘গণঅসন্তোষে’ উসকানি ও করোনার আইন ভাঙ্গার কারনে প্রাকৃতিক দুর্যোগ আইনে সু চিকে ৪ বছরের কারাদণ্ডের আদেশ দেন জান্তা সরকার নিয়ন্ত্রণাধীন আদালত । আজ সোমবার ১০ জানুয়ারী আবারও তাকে নতুন করে ৪ বছরের কারাদণ্ড দেয়া হলো ।
উল্লেখ, গত বছরের ১ ফেব্রুয়ারি যখন মিয়ানমারের অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন সামরিক বাহিনীর প্রধান মিন অং হ্লাই ঠিক তখন থেকেই তার বাড়িতে তল্লাশী চালায় এবং অবৈ্ধ ওয়াকিটকি পাওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। দেশটির সামরিক সরকার সেদিন থেকেই ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচিসহ দেশটির গনতন্ত্রপন্থী অনেক নেতাকর্মীকে গ্রেফতার করে আসছে ।