ডেস্ক রিপোর্টঃ
আজ সোমবার ১০ জানুয়ারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৫০ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস । সেই উপলক্ষ্যে ধানমন্ডির -৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনা । শ্রদ্ধা নিবেদনের পর তারা দুই বোন মোনাজাতে অংশ নেন ।
১৯৭২ সালের আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে স্বাধীন মাতৃভূমি বাংলাদেশের এই মাটিতে প্রত্যাবর্তন করেন । তার আগে তিনি ভারতের দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করেন এবং দেশটির হিন্দিভাষাভাষী মানুষদের অধিক আগ্রহের কারনে বাংলা ভাষায় ভাষণ দেন ।প্রতি বছরই এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি শ্রদ্ধা ভরে পালন করে আসছে আওয়ামীলীগ সরকার ও বাংলাদেশের সকল মানুষ ।কিন্তু এইবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের ৫০ বছরে আওয়ামীলীগ সরকার ও জনসাধারন একটু বেশী ভিন্ন মাত্রা ও আবেগের মধ্য দিয়ে ৫০ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি পালন করছে ।