আমিনুল ইসলাম, কক্সবাজার
পর্যটন নগরী কক্সবাজারে লাইসেন্স ব্যতীত হোটেল ও রেঁস্তোরা পরিচালনার অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা প্রশাসক এর ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (০৯ জানুয়ারি) জেলা ম্যাজিস্ট্রেট কক্সবাজারের নির্দেশনার আলোকে কক্সবাজারের পর্যটন এলাকায় বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে হোটেল শালিক, হোটেল সী ওয়ার্ল্ড, কাসুন্দী হোটেল, ইকরা বীচ হোটেল সমূহকে বিভিন্ন অপরাধে অর্থদণ্ড করা হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অভিযানের বিষয়ে তিনি জানান, বাংলাদেশ হোটেল ও রেঁস্তোরা আইন, ২০১৪ এর আওতায় চারটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১,৩০,০০০/- অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও পর্যটক হয়রানি বন্ধের পাশাপাশি করোনা মুকাবিলায় সচেতনতা তৈরির আহ্বান জানান।
এসময় মোবাইল কোর্টে সহযোগিতা করেন RAB-15, কক্সবাজার এর একদল চৌকস সদস্য।