ডেস্ক রিপোর্টঃ
আজ রবিবারের হিসেব অনুযায়ী ভারতে করোনা সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ২১ শতাংশ । গত বছর জানুয়ারিতেও ভারতে এই হার ছিল মাত্র ২.৫ শতাংশ । এ সময় মোট দেড় লাখ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ।যাদের মধ্যে নতুন করে ৫৫২ জন ওমিক্রনে আক্রান্ত । ভারতে এই পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার, এই তথ্যই জানানো হয়েছে এক প্রতিবেদনে (এনডিটিভি)।
রাজ্যটিতে একদিনে নতুন করে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪১ হাজারেরও বেশি । এর মধ্যে মুম্বাইয়েই আক্রান্ত ২০ হাজার । তারপরেই রয়েছে দিল্লি, সেখানে গত একদিনে বা ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ২০ হাজারেরও বেশী ।