ডেস্ক রিপোর্টঃ
আজ রবিবার সকাল ১১টায় শপথ নিলেন সুপ্রীমকোর্টের আপিল বিভাগের ৩ জন বিচারপতি । দেশের সর্বোচ্চ আদালত সুপ্রীমকোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ।শপথ নেয়া তিনজন বিচারপতি হলেনঃ বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি কৃষ্ণ দেবনাথ । অন্যদিকে বিচারপতি এফ.আর.এম নাজমুল আহাসান শারীরিক ভাবে অসুস্থ থাকায় তার শপথ গ্রহন পরবর্তীতে তিনি সুস্থ হলে অনুষ্ঠিত হবে ।
তার আগে গতকাল রাতে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে তাদের নিয়োগ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ । এ বিষয়ে আজই প্রজ্ঞাপন জারি করা হয় । তারই প্রেক্ষিতে ,রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সবিচ মোঃ গোলাম সারওয়ার(দায়িত্বপ্রাপ্ত)স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আপিল বিভাগর ৪ বিচারপতির নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে ‘সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত ৪ জন বিচারপতিকে সুপ্রীমকোর্টের আপিল বিভাগের বিচারক নিয়োগ করেছেন । এই নিয়োগ শপথ গ্রহনের তারিখ থেকে কার্যকর হবে।
চাঞ্চল্যকর মামলা নিস্পত্তি এবং বিচারপতিদের অবসরের বিষয়গুলো গুরুত্ব দিয়েই সুপ্রীম কোর্টের আপিল বিভাগে এই নতুন চার বিচারপতিকে নিয়োগ দেয়া হয়েছে।