ডেস্ক রিপোর্টঃ
মারা গেছেন বিশ্বের বড় ফিল্ম ইন্ডাস্ট্রি হলিউডের প্রথম কৃষ্ণাঙ্গ তারকা অস্কার জয়ী অভিনেতা সিডনী পোয়াটি । গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর ।তিনি বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছিলনে । বাহামার পররাষ্ট্র মন্ত্রী মিশেল সিডনির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ।
এই অস্কার জয়ী অভিনেতা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর মিয়ামিতে ১৯২৭ সালে জন্ম নিয়েছিলেন । বেশ কয়ক মাসের প্রিম্যাচিওর হিসেবে জন্ম নিয়েছিলে তিনি । জন্মের সময় শীর্ণকায় হওয়ায় তার মা ছুটেছিলেন জ্যোতিষীর কাছে । সেদিন জ্যোতিষী সিডনির মাকে যে আশ্বাস দিয়েছিলেন তা একদমই ভুল ছিল না । অসুস্থ ছেলে প্রাণে শুধু বেঁচেই যাননি খ্যাতিও অর্জন করেছিলেন । তার বাবা ছিলেন একজন কৃ্ষক । তিনি প্রায়ই কাজের জন্য মিয়ামি থেকে ফ্লোরিডা,বাহামাসে যাতায়াত করতেন।
সেই কারনেই পোয়াটি বড় হয়েছেন বাহামাসে । সেখান থেকে ১৫ বছর বয়সে সিডনি যুক্তরাষ্ট্রের মিয়ামিতে চলে যান । ১৬ বছর বয়সে তিনি যোগ দেন আমেরিকান নিগ্রো থিয়েটারে।সিডনি পোয়াটিই প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেতা যিনি অভিনয়ে অস্কার জিতেছিলেন । ১৯৫৮ সালে ‘দ্য ডিফায়েন্ট ওয়ানস’ ছবির জন্য প্রথমবার অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন এই অভিনেতা । ১৯৬৩ সালে ‘লিলিস অব দ্য ফিল্ড’ ছবির জন্য তিনি এই সম্মাননা পেয়েছিলেন প্রথম অস্কার জিতেন । জীবনের শেষ সময়টা তিনি বাহমায় কাটান ।
এমনটাই জানিয়েছেন (বিবিসি) ।