ডেস্ক রিপোর্ট-
আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরী মনি ও তার দুই সহযোগী আশরাফুল ইসলাম দীপু ও কবির চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত ।পরী মনির বিরুদ্ধে বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার বিচার শুরু হয়েছে। আজ বুধবার ঢাকার ১০ং বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলাম এ রায় দিয়ে থাকেন ।
এ অভিযোগের প্রেক্ষিতে পরী মনি আজ সকাল ১০.৩০ মিনিটে মামলায় হাজিরা দিতে আদালতে আসেন । চিত্রনায়িকা পরী মনি তার নিজস্ব আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভীকে দিয়ে আদালতে হাজিরা দেন এবং মামলা থেকে অব্যাহতির আবেদন করেন । তবে বিচারক এই আবেদন খারিজ করে বিচার শুরুর আদেশ দেন।
তার আগে, গত ৪ আগস্ট বিকালে তার বনানীর বাসায় আইনশৃঙ্খলাবাহিনী প্রায় ৪ ঘন্টা অভিযান শেষে পরী মনিসহ তার সহযোগী তিনজনকে বিপুল পরিমান মদের বোতল ও এলএসডি মাদকসহ আটক করে ।পরবর্তীতে র্যাব বাদী হয়ে বনানী থানায় পরি মনি ও তার সহযোগীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে । এ মামলায় পরী মনিকে সাতদিনের রিমান্ড শেষে কাশিমপুর কারাগারে নেওয়া হয় । এখণ পরী মনি ও তার দুই সহযোগী জামিনে আছেন ।