অনলাইন ডেস্ক :
ভারতীয় বার্তা সংস্থা এএনআই তাদের এক প্রতিবেদনে জানিয়েছেন, এইবার করোনার সঙ্গে ইনফ্লুয়েঞ্জা একত্রিত হয়ে জন্ম হয়েছে নতুন রোগের। ডাক্তারি ভাষায় যাকে বলা হয় ফ্লোরোনা। ইসরায়েলের সরকারি সুত্রের মাধম্যে এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি সপ্তাহেই এক অন্তঃসত্ত্বা নারী এই রোগে আক্রান্ত হয়েছেন। এই অন্তঃসত্ত্বা নারী প্রসব বেদনা নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হোন। করোনার কোন টিকাও তিনি নেননি। এই রোগে আক্রান্ত হবার পরেও এই নারীর শারীরিক অবস্থা ভাল আছে।
ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রণালয় সুত্রে জানানো হয়েছে, গত এক সপ্তাহে হঠাৎ ইসরায়েলে বেড়েছে ইনফ্লুয়েঞ্জার সংক্রমন। ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় ১৯০০ মানুষ। চিকিৎসকরা জানিয়েছে ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত শরীরে যদি কোন ভাবে করোনা থাবা বসায় তা মারাত্মক আকার নিতে পারে। এর জন্য নিউমোনিয়া, মায়োকার্ডিটিসে আক্রান্ত হবার সম্ভাবনা বাড়ে, এমন কি মৃত্যুও হতে পারে। এমনকি এই রোগের হানায় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যেতে পারে এমন তথ্যই দিয়েছেন সেখানকার বিশেষজ্ঞরা।
বিশ্বিস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ২০২২ সালে করোনার প্রকোপ কমে যাবে। শুধু তাই নয় এমনও হতে পারে করোনার বিরোদ্ধে বিশ্ববাসী জয়ী হবে। এমনি আশাবাদের সময় করোনার নতুন ধরন ফ্লোরোনা যেন নুতন হুশিয়ারীর নাম।