তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর প্রতিনিধি :
বঙ্গবন্ধু জন্মেছিলেন বলেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি বলে মন্তব্য করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। গত বুধবার রাতে স্বাধীনতার ৫০ বছর ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মেহেরপুরের গাংনীতে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন জাতির জনক ৫০ বছর আগে ঠিক করে গেছেন কোন মন্ত্রনালয় কি কাজ করবে কোন দপ্তর কি কাজ করবে সেগুলো অনুসরন করেই প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।তিনি আরো বলেন,সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন তার উদ্ভোবনী ক্ষমতা দিয়ে ছাউনি তৈরি করেছিলেন সেটা আমাকে নতুন পথ দেখিয়েছেন। এটা সার্থক হলে শতশত মানুষের বজ্রমৃত্যু’র হাত থেকে রক্ষা করবে। আশা করছি দ্রত সময়ের মধ্যে গাংনী উপজেলায় ৩০টি ছাউনির কাজ শুরু হবে। এছাড়া সারাদেশে বজ্রপাতের মৃত্যু ঠেকাতে কৃষক ছাউনি নির্মানের প্রস্তুুতি গ্রহন করেছি।অনুষ্ঠানে সভাপতি সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেন,স্বাধীনতার পর থেকে গাংনী উপজেলায় যারা নেতৃত্ব দিয়েছে তাদের ৫০ বছর কেউ মনে রাখেনি। আমরা অনেক নেতাকর্মীতে হারিয়ে ফেলেছি। জীবিত এবং মৃত নেতৃবৃন্দকে গভীর ভাবে স্বরন করে একটি করে ক্রেস্ট উপহার দিয়েছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ১ দৌলৎপুর আসনের সাংসদ সদস্য আঃ কঃ মঃ সরোয়ার জাহান বাদশা। আমন্ত্রিত অতিথী হিসেবে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মিয়াজান আলী সহ জেলা-উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দের পাশাপাশি ইউপি চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন। গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফার পক্ষে অনুষ্ঠান সঞ্চালনা করেন মেহেরপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক আল আমিন ধুমকেতু, কাজিপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রিয়াজউদ্দিন, গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম।রাতে জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে নকুল কুমার সহ স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন। এর আগে অনুষ্ঠানের শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়