বিনোদন প্রতিবেদক: দেশের ৩০০ সংসদীয় আসনে ৩০০ সিনেপ্লক্সের দাবী এই সময়ের এটি একটি যুক্তিযুক্ত প্রানের দাবী আমাদের। চলচ্চিত্রের উন্নয়নে এই দাবী বাস্তবায়ন হলে সবার জন্য চলচ্চিত্রে বিনিয়োগ শংকামুক্ত হবে। দেশের সিনেমা শিল্প একটি করপোরেট জায়গায় যাবে। এই দাবী আজকে একটি মাদার ডিমান্ডে রুপ নিয়েছে। বিগত তিন বছর ধরে আমরা এই দাবীর প্রেক্ষাপটে কাজ করে আসছি। আমরাই প্রথম দাবী তুলেছি। চলচ্চিত্রের সবার কাছে আমাদের বিনীত অনুরোধ কেউ যেন এই দাবীকে হাবিবুল ইসলাম হাবিবের ব্যক্তিগত দাবী মনে না করেন। অনেকেই এই দাবীকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য আজ বলছেন, প্রতিটি ইউনিয়ে বা প্রতিটি গ্রামে বা প্রতিটি উপজেলায় বা পাড়া মহল্লায় একটি করে সিনেপ্লেক্স দরকার। এসব করে হয়তো তারা আমাদের সবার প্রানের এই দাবীর সাথে মশকরা করার চেস্টা করছেন। এই দাবী আজ আমাদের জাতীয় দাবীতে রুপা ন্তরিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কানেও এই দাবী এতদিনে চলে গেছে কোন সন্দেহ নাই। তাছাড়া এই দাবী বাস্তবায়নে আজ থেকে তিন বছর আগে মমতাময়ী চলচ্চিত্র বান্ধব মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আবেদন করে রাখা হয়েছে। এই দাবী বাস্তবায়ন হলে চলচ্চিত্রের সবার উপকার হবে। আমি হাবিবুলন ইসলাম হাবিব এই দাবী বাস্তবায়ন হলে কোন রকম ক্রেডিট নিতে চাইনা। নেতা হতে চাইনা। ব্যক্তিগত কোন সুযোগ নিতে চাইনা। আমি তাই আমাদের চল চ্চিত্রের সোনালী সুন্দর সফল সুদিন আবার ফিরে আসুক। চলচ্চিত্রের সাথে যুক্ত সকল মানুষ সুখে শান্তিতে থাকুক। আমাদের সবার দাবী আজ বিভিন্ন উপায়ে বাস্ত বায়নের পথেই এগিয়ে যাচ্ছে।
মুন্না খান ও রাবিনা বৃষ্টি’র ‘কে বল তোকে বাসবে ভালো’
বিনোদন প্রতিবেদক : সম্প্রতি পুবাইল,গাজীপুরে হাসনা হেনা এই মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে নতুন মিউজিক্যাল ফিল্ম 'কে বল তোকে বাসবে ভালো'।...