অনলাইন ডেস্ক :
দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শুরু হয়েছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ, যা আরও দুই দিন অব্যাহত থাকতে পারে। একদিনের ব্যবধানে দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গেছে।
দ্রুত তাপমাত্রা কমছে সারা দেশে। বাড়ছে শীতের তীব্রতা। হিমালয় পেরিয়ে কনকনে ঠান্ডা বাতাস উত্তরবঙ্গ দিয়ে দেশের বিভিন্ন স্থানে বিস্তৃত হচ্ছে। উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। ১০ জেলায় চলছে মৃদু থেকে মাঝারি ধরনের প্রবাহ। রাজধানীতেও প্রতিদিন নামছে তাপমাত্রার পারদ। চুয়াডাঙ্গায় পৌষের শুরুতে গতকাল সোমবার এই মৌসুমের শীতলতম দিন রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশা আর উত্তুরে হাওয়ার দাপটে উত্তরাঞ্চলে জনজীবনে দুর্ভোগ নেমেছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে এই অবস্থা আরো ২/৩ দিন থাকতে পারে।