অনলাইন ডেস্ক ঃ
রাজধানী যাত্রাবাড়ী এলাকায় শহীদ ফারুক রোডে সুপ্রিম হসপিটালের দ্বিতীয় তলায় হল রুমে বৃহস্পতিবার বিকেল ৪ টায় ১৬ ডিসেম্বর ২০২১ মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি চিকিৎসা সেবা ও মাক্স বিতরণ কর্মসূচি পালন করলেন মাতুয়াইল শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগীয় প্রধান (গাইনী বিভাগ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের ইসি মেম্বার কেন্দ্রীয় কমিটি অধ্যাপক ডাক্তার দিলরুবা আক্তার।
এসময়ে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক প্রবীণ সাংবাদিক নেতা জান্নাতুল ফেরদৌস চৌধুরী (সোহেল) আরো উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী এলাকার বাংলাদেশ ছাত্রলীগের সদস্য বৃন্দসহ সুপ্রিম হসপিটালের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ। রাজধানী যাত্রাবাড়ী এলাকায় শহীদ ফারুক রোডে সুপ্রিম হাসপাতালে নিচে সহ বিভিন্ন রাস্তার অলিগলিতে জনসাধারণের মাঝে মাক্স বিতরণ করেন।
এসময়ে ডাক্তার দিলরুবা বলেন, মহামারী করোনা ভাইরাস সংক্রমণ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে তা মোকাবেলা করেতে সক্ষাম হয়েছে আমাদের বাংলাদেশ সরকার দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী উন্নয়নের ছোঁয়া সারা বাংলাদেশে বইছে। তাই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করছি। বর্তমানে করোনাভাইরাস নতুন রূপ নিয়েছে যার নাম হয়তো আপনারা জানেন (ওমিক্রন)। তাই মহান বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমি গরিব মেহনতি মানুষের জন্য কিছু করার লক্ষ্য নিয়ে এ কাজে এগিয়ে এসেছি।