অনলাইন ডেস্ক :
চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকে কেমন খেলবে মমিনুল হকরা তা নিয়ে ভাবনায় ডুবে ছিল ক্রিকেটপ্রেমীরা। দলীয় ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে টাইগাররা চাপে পড়ে। ঠিক তখনই ব্যাট হাতে বেশ দায়িত্বশীলতার পরিচয় দেন মুশফিক ও লিটন। এমনকি প্রথম টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন লিটন। এতো দিন টেস্টে তার ১০টি হাফসেঞ্চুরি ছিল। কিন্তু কোনো সেঞ্চুরির ছিল না।
অবশেষে সেই তিন অঙ্করে ম্যাজিক্যাল ফিগারের দেখা পেলেন তিনি। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৫৩ রান। লিটনের ১১৩ ও মুশফিক ৮২ রানে অপরাজিত থাকেন। আগামীকাল তারা দুজন স্কোরবোর্ডে আরো কত রান তুলতে পারেন তা দেখতে মুখিয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা।
টেস্টে এর আগে লিটনের সর্বোচ্চ ছিল ৯৫, জিম্বাবুয়ের বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে আছে ৯৪ রানের এক ইনিংস। দুটোই কাটা পড়েছে নড়বড়ে নব্বইয়ের খড়গে। তাই পাকিস্তানের বিপক্ষে নব্বইয়ের ঘরে এসে সতর্ক ছিল লিটন।
প্রতিবেদন লেখার আগ পর্যন্ত লিটন অপরাজিত আছেন ১০০ রানে। অপর প্রান্তে মুশফিকুর রহিমও তাকে সঙ্গ দিচ্ছেন দারুণভাবে। অপরাজিত আছেন ৭৭ রানে।