বিনোদন প্রতিবেদক: চলচ্চিত্রে দীর্ঘ ক্যারিয়ারে ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন চিত্র নায়ক অমিত হাসান। নায়কের ভূমিকায় শুরুতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান এই চিত্র নায়ক । তবে অনেকদিন ধরে নিয়মিত খল অভিনেতার চরিত্রে অভিনয় করছেন। খল চরিত্রেও সফলতা পেয়েছে এ অভিনেতা। এদিকে সামনে তার অভিনীত তিনটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এ প্রসঙ্গে চিত্র নায়ক অমিত হাসান বলেন, শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ সিনেমায় কলকাতার জনপ্রিয় মুখ শ্রাবন্তীর বিপরীতে অভিনয় করেছি। গল্পে আমার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এ ছবিটি সামনেই মুক্তি পাবে।এ ছাড়া শাহীন সুমনের ‘বিদ্রোহী’ এবং আবুল কালাম আজাদের ‘ও মাই লাভ’ নামের সিনেমা দুটিও সামনে মুক্তি পাবে। তিনটি সিনেমায় তিন ধরনের লুকে দর্শকরা আমাকে দেখতে পাবেন। এদিকে, পরিচালক রাকিবুল আলম রাকিবের ‘ইয়েস ম্যাডাম’ এবং ‘সীমানা’ নামে দুটি ছবির কাজ চলছে তার। এ ছাড়া মনতাজুর রহমান আকবরের ‘মাই ডার্লিং’, অপূর্ব রানার ‘যন্ত্রণা’ এবং সৈকত নাসিরের ‘মাসুদ রানা’ সিনেমায়ও কাজ করছেন অমিত হাসান।
ঈদে শিপন ও তানিনের ‘ভালোবাসার রং তামাশা’
বিনোদন প্রতিবেদক: আসন্ন ঈদুল আযহার একটি নাটকে একসঙ্গে দেখা যাবে চিত্রনায়ক শিপন মিত্র ও চিত্রনায়িকা তানিন সুবহাকে । নাটকের নাম...