বিনোদন প্রতিবেদক: দীর্ঘ দিন যাবত বাংলাদেশ ফিল্ম এন্ড মিডিয়া সোসাইটির সভাপতি ও চলচ্চিত্র নির্মাতা এবং প্রযোজক হাবিবুল ইসলাম হাবিব চলচ্চিত্রের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি আবেদন পেশ করে আসছেন আজ প্রায় তিন বছর ধরে। আর এই শুভ প্রস্তাবনাটি চলচ্চিত্র ও মিডিয়ার সবার কাছে চলচ্চিত্রের উন্নয়নের নতুন মাত্রা বাস্তাবায়নের সম্ভাবনা সবাইকে দারুন আশাবাদী করে তুলেছে। দেশের মানুষ বিশ্বাস করেন, বাংলাদেশের ৩০০ সংসদীয় আসনে্ই বাংলা চলচ্চিত্রে কাজ করা কেউ না কেউ জন্মেছেন। কোথাও সম্মানিত চলচ্চিত্র পরিচালক, কোথাও বা প্রযোজক, এক আসনে পরিবেশক তো অন্য আসনে ক্যামেরা ম্যান, শব্দগ্রাহক, আলোক প্রক্ষেপক, সম্পাদক, গীতিকার, সুরকার, মিউ জিক ডিরেক্টর, সাউন্ড ইঞ্জিনিয়ার, রুপসজ্জা কার, অভিনেতা, অভিনেত্রী, চলচ্চিত্র কার সহ সিনেমার বিভিন্ন ক্ষেত্রের সফল মানু ষেরা ছড়িয়ে ছিটিয়ে আছেন।। যিনি যেখানে জন্মে ছেন বা বেড়ে উঠেছেন তিনি সেখানকার সাংসদ বরাবর লিখিত আবেদন করলে খুব শীঘ্রই এটি জাতীয় সংসদে বিল হিসেবে উথ্থাপনের সম্ভবনা প্রবল।। বিল হিসেবে কেউ যদি দেশের সচেতন নাগরিক হিসেবে নিজের দায়িত্ব মনে করে প্রস্তাবনা রাখেন সেটি যে বিপুল ভোটে পাশ হবে সে বিষয়ে চলচ্চিত্র মিডিয়া এবং দেশের মানুষ দারুনভাবে আশাবাদী।কেননা সিনেমা হলো শিল্পের এমন একটি মাধ্যম যা দিয়ে কোনো জাতী তার নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি বিশ্ব দরবারে অত্যন্ত গর্বের সাথে তুলে ধরে থাকেন। জয় হউক বাংলা চলচ্চিত্রের জয় হউক চলচ্চিত্র সংশ্লিষ্ট মেধাবী স্বপ্নবাজ পরিচালক প্রযোজক হাবিবুল ইসলাম হাবিবের এবং অপেক্ষার প্রহর গোনা শেষ হোক অগুনিত চলচ্চিত্রজীবি মানু ষের। প্রিয় দেশবাসীর কাছে হাবিবুল ইসলাম হাবিব সহযোগীতা চান।সিনে মার সুন্দর সোনার বাংলাদেশ গড়ার জন্য চল চ্চিত্রের সবাইকে তিনি আন্তরিকভাবে পাশে চান।
মুন্না খান ও রাবিনা বৃষ্টি’র ‘কে বল তোকে বাসবে ভালো’
বিনোদন প্রতিবেদক : সম্প্রতি পুবাইল,গাজীপুরে হাসনা হেনা এই মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে নতুন মিউজিক্যাল ফিল্ম 'কে বল তোকে বাসবে ভালো'।...