বিনোদন প্রতিবেদক: এই প্রথম চিত্রনায়িকা কেয়া ও জনপ্রিয় অভিনেতা শাহেদ শরীফ খান এবার সোয়ান ফোম-এর বিজ্ঞাপনচিত্রে অভিনয় করলেন। কাজী ইলিয়াস কল্লোলের নিদের্শনায়১০ নভেম্বর বিএফডিসিতে এর দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ১নং ফ্লোরে। নির্মাতা বলেন, অচিরেই এই বিজ্ঞাপনের সম্পাদনা শেষ করে বিভিন্ন চ্যানেলে প্রচার ও বিল বোর্ড তৈরি করা হবে। অভিজ্ঞ এই নির্মাতা আরও বলেন, শাহেদ ও কেয়ার কাজটি করে সত্যি আমি খুব আনন্দিত। আশা করছি দর্শকরা বিজ্ঞাপনটি পছন্দ করবেন। দীর্ঘ বিরতির পর শাহেদের সঙ্গে অভিনয় প্রসঙ্গে চিত্র নায়িকা কেয়া বলেন, শাহেদ ভাই আমার প্রিয় একজন মানুষ। তার সঙ্গে আগেও কাজের অভিজ্ঞতা আছে। তবে মাঝ খানে দশ বছর বিরতি ছিল। এ বিজ্ঞাপনের মাধ্যমে সেই বিরতির অবসান হলো। বিজ্ঞাপনটি অল্প সময় পরেই প্রচারে আসবে। জনপ্রিয় অভিনেতা ও মডেল শাহেদ শরীফ খান বলেন, কেয়াও আমার প্রিয় অভিনেত্রী। সর্বশেষ দশ বছর আগে ওর সঙ্গে একটি বিজ্ঞাপনেই কাজ করেছিলাম। আশা করছি এবারের বিজ্ঞাপনটিও দর্শকপ্রিয় হবে। এদিকে কেয়া ‘বনলতা’, ‘সীমানা’ সহ কয়েকটি ছবির কাজে ব্যস্ত আছেন। শাহেদ ও নাটকের পাশাপাশি ‘অন্তরাত্মা’, ‘ব্ল্যাক লাইট’, ‘এই মন পাবে শুধু কষ্ট’ নামের ছবিতে অভিনয় করছেন।
ঈদে শিপন ও তানিনের ‘ভালোবাসার রং তামাশা’
বিনোদন প্রতিবেদক: আসন্ন ঈদুল আযহার একটি নাটকে একসঙ্গে দেখা যাবে চিত্রনায়ক শিপন মিত্র ও চিত্রনায়িকা তানিন সুবহাকে । নাটকের নাম...