অনলাইন ডেস্ক: ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে আফগানিস্তানে শীতের শুরুতেই দেখা দিয়েছে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ার শঙ্কা ও সেইসঙ্গে মিলেছে বিভিন্ন এলাকায় খরার খবরও।
আফগানিস্তান থেকে বিবিসির সংবাদদাতা জানিয়েছেন,ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের তথ্য অনুসারে,দেশটিতে দুই কোটি ২০ লাখের বেশি মানুষের খাদ্য সহায়তা প্রয়োজন। বিশেষজ্ঞরা জানিয়েছিলেন,আবহাওয়া আগের চেয়ে খারাপ হবার সম্ভাবনা আছে । আবহাওয়া খারাপ হলে বিপুল সংখ্যক মানুষ তীব্র ক্ষুধা ও ব্যাপক দুর্ভিক্ষের হুমকির সম্মুখীন হবে।
এদিকে সম্প্রতি জাতিসংঘের মানবিক সহায়তা সম্পর্কিত অফিস তাদের এক রিপোর্টে জানিয়েছে,চলতি বছরের শেষ নাগাদ আফগানিস্তানের ১১ মিলিয়ন মানুষকে সহায়তা দানের লক্ষ্যে ৬০৬ মিলিয়ন ডলার অর্থ সহায়তা চাওয়া হয়েছিল। যার মধ্যে এখন পর্যন্ত পাওয়া গেছে ৫৪ শতাংশ অর্থ ।