বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক : বাংলাদেশ পুলিশ কাবাডিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২১ প্রতিযোগিতার ফাইনাল খেলায় ডিএমপি দল নারায়ণগঞ্জ জেলা পুলিশ দলকে ৩৫-৩২ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। রাজধানীর মিরপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) মাঠে (০৩ নভেম্বর) বুধবার বিকালে এ প্রতি যোগিতা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত খেলায় ম্যান অফ দি টুর্ণামেন্ট হয়েছে নারায়নগঞ্জ জেলা পুলিশের মোঃ মিজানুর রহমান। ডিএমপির আরিফ রব্বানী ম্যান অফ দি ফাইনাল হয়েছে। ডিএমপি কমিশনার ও বাংলাদেশ পুলিশ কাবাডি ক্লাবের সভাপতি মোহাঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন র্যাব মহাপরিচালক ও বাংলাদেশ কাবাডি ফেডারেশ নের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং স্পন্সর প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমিন। ঢাকা রেঞ্জের ডিআইজি, টুর্ণামেন্ট কমিটির সভাপতি ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়ন শিপ-২০২১ গত ২৫ অক্টোবর শুরু হয়। প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ গ্রহণ করে।
‘চুক্তি বাতিল না করলে বিসিবির সঙ্গে সাকিবের কোনও সম্পর্ক থাকবে না’
অনলাইন ডেস্ক।। বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করলে আসন্ন এশিয়া কাপসহ বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সাকিব আল হাসানের কোনও...