বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক: আগামী (৭ নভেম্বর) রোবাবার রাজধানীতে দিন ব্যাপী বিনামূল্যে মেকওভার ব্রাইডাল ক্লাস হবে। আর এই ক্লাসের আয়োজন করেছেন ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রাপ্ত ট্রেইনার শেখ শান্তা ইসলাম। অনেক বছর ধরে তিনি এই কাজের সাথে জড়িয়ে আছেন কিন্তু এই প্রথম বারের মতো তিনি এমন উদ্যোগ নিয়েছেন। জানা যায়, অসহায় দরিদ্র মেয়েদের বউ সাজানোর কাজ বিনামূল্যে শেখানেরা কাজ টি শান্তা ইসলাম করে যেতে চান। এছাড়াও তিনি তার স্টুডিওতে সুবিধা-বঞ্চিত অসহায় দরিদ্র নারীদের ফ্রিতে পার্লারের কাজের প্রশিক্ষণ দিয়ে থাকেন। তার পার্লারের এর ব্যানারে লেখা আছে, “অসহায় দরিদ্র মেয়দের বিয়েতে একদম ফ্রিতে বউ সাজানো হয়”।
তিনি আরও বলেন, কাজের পাশাপাশি এমন কিছু উদ্যোগ নিতে ভালো লাগে। মনের ভেতর এক ধরনের শান্তি কাজ করে,যা অন্য কিছুর মধ্যে পাওয়া যায় না। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা ট্রেইনাররা যাতে একবার করে হলেও এমন মানুষের পাশে এসে দাঁড়ান। যে মানুষ গুলোর ইচ্ছে থাকার পরেও আর্থিক অসচ্ছল তার জন্য এই কাজকে তারা নিজের পেশা হিসেবে নিতে পারেন না। তাদের পাশে সবার দাঁড়ানো উচিত। আমি সব সময় পাশে থাকতে চাই।
ঈদে শিপন ও তানিনের ‘ভালোবাসার রং তামাশা’
বিনোদন প্রতিবেদক: আসন্ন ঈদুল আযহার একটি নাটকে একসঙ্গে দেখা যাবে চিত্রনায়ক শিপন মিত্র ও চিত্রনায়িকা তানিন সুবহাকে । নাটকের নাম...