অনলাইন ডেস্ক :
বাজে ফিল্ডিং, শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হারল বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হারলো বাংলাদেশ।
ম্যাচের আগের দিন উইকেটকে ঢাকার স্লো-টার্ন উইকেটের সঙ্গে তুলনা করেছিলেন বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো। কিন্তু ম্যাচে হলো তার উল্টো। আগে ব্যাট করে বড় পুঁজি গড়ে বাংলাদেশ। তবে সেই পুঁজি গড়েও লঙ্কানদের বিপক্ষে জিততে পারেনি টাইগাররা। ক্যাচ মিস ও বোলারদের ভুলে ম্যাচ বের করে নেয় লঙ্কানরা। ঝড়ো ব্যাটে শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটের জয় দেন চতির আশালাঙ্কা ও ভানুকা রাজাপাকশে।
আজ রোববার বিকেল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে নির্ধারিত ওভারে চার উইকেট হারিয়ে ১৭১ রান তোলে বাংলাদেশ। ব্যাট হাতে চার বাউন্ডারি ও দুই ওভার বাউন্ডারিতে ৩৭ বলে ৫৭ রানের দুর্দান্ত ইনিংসে অপরাজিত ছিলেন মুশফিক। জবাবে ৭ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ব্যাট হাতে ৪৯ বলে ৮০ রানের অপরাজিত ইনিংস খেলেন আশালাঙ্কা।
অফ-ফর্মে থাকা মুশফিকুর রহীমের ব্যাটও হেসেছে আজ। ৩৭ বলে ২ ছক্কা ও ৫ চারের সাহায্যে অপরাজিত ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। অধিনায়ক মাহমুদ উল্লাহও অপরাজিত ছিলেন, ৫ বলে ১০ রান করে। শ্রীলঙ্কার পক্ষে চামিকা করুণারত্নে, বিনুরা ফর্নান্ডো ও লাহিরু কুমারা একটি করে উইকেট লাভ করেন।