অনলাইন ডেস্ক :
মাদক মামলায় স্থায়ী জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। রোববার পরীমণির করা আবেদনের শুনানি নিয়ে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার স্থায়ী জামিন মঞ্জুর করে আদেশ দেন।
এর আগে এদিন দুপুর আড়াইটার দিকে আদালতে হাজির হয়ে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন পরীমণি।
পরীমণির আইনজীবী নিলাঞ্জনা রিফাত সুরভী গণমাধ্যমকে বলেন, এই মামলায় এর আগে আদালত গত ৩১ আগস্ট পরীমণিকে জামিন দিয়েছিলেন। তবে শর্ত ছিল যে, মামলার চার্জশিট দাখিল হলে নতুন করে জামিন আবেদন করতে হবে। গত ৪ অক্টোবর মামলায় পরীমণিসহ তিনজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাই রোববার পরীমণি আদালতে হাজির হয়ে জামিনের বাড়ানোর আবেদন করেন। শুনানি নিয়ে আদালত স্থায়ী জামিন মঞ্জুর করে আদেশ দেন।
নির্ধারিত সময়ের সাড়ে তিন ঘণ্টা পর পরীমণি আদালতে আসায় এ নিয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু।
গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র্যাব। এ সময় পরীমণির বাসায় বিভিন্ন ধরনের মাদক পাওয়া গেছে বলে জানায় র্যাব। পরদিন ৫ আগস্ট র্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।