অনলাইন ডেস্কঃ
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ বাহরাইন সফর করেছেন। তার এ সফর নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেন, ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদের সঙ্গে বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খলিফা এবং অন্যান্যদের সঙ্গে বৈঠকের অর্থ হলো— বাহরাইন ফিলিস্তিনিদের দুর্দশাকে উপেক্ষা করছে।
ইয়ার লাপিদ বাহরাইনের রাজা, ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফার সঙ্গে বৃহস্পতিবার মানামায় ইসরাইলের দূতাবাস উদ্বোধনের আগে বৈঠক করেন।
বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত বছর ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে।
খাতিবজাদে বলেন, এই অঞ্চলে ইসরাইলের ধ্বংসাত্মক উপস্থিতিকে শক্তিশালী করে এমন যে কোনো পরিকল্পনার আমরা নিন্দা জানাই। এটি অত্যন্ত দুঃখজনক যে, বাইরাইনের শাসকরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলবাজ ইহুদি রাষ্ট্রটির করা দৈনন্দিন অপরাধ উপেক্ষা করেছেন।
‘বাহরাইনের শাসকদের জন্য এটি কলঙ্ক এবং তা কখনও মুছে যাবে না। একই সঙ্গে এই অঞ্চলের মানুষ বর্বর ইহুদি রাষ্ট্রটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ার বিরোধিতা করে যাবে’, যোগ করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র।