অনলাইন ডেস্কঃ
উত্তর কোরিয়া একটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। স্থানীয় সময় আজ মঙ্গলবার এ ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানায় দক্ষিণ কোরিয়ার সামরিক বিভাগ। সাগর অভিমুখে ক্ষেপণাস্ত্র ছুড়ে উত্তর কোরিয়া এ পরীক্ষা চালায় বলে জানা গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, এমন সময় এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হলো, যখন উত্তর কোরিয়ার দূত কিম সং জাতিসংঘে জানিয়েছেন, পিয়ংইয়ংয়ের আত্মরক্ষা ও অস্ত্রের পরীক্ষা চালানোর অধিকার রয়েছে। এটি কেউ অস্বীকার করতে পারবে না।
চলতি মাসের শুরুর দিকে পিয়ংইয়ং ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। একের পর এক এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় দক্ষিণ কোরিয়া উদ্বেগ জানিয়েছে। তবে কয়েক দিন আগেই দক্ষিণের সঙ্গে আলোচনায় আগ্রহ দেখায় উত্তর কোরিয়া।
এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন সিউলের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণের নির্দেশ দিয়েছেন। পিয়ংইয়ং কেন এ ধরনের পরীক্ষা চালাল, তার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন তিনি।