অনলাইন ডেস্কঃ
সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে আগামীকাল মালদ্বীপে যাচ্ছে বাংলাদেশ দল। ফেডারেশন ভবনে সংবাদ সম্মেলনে সাফের ২৩ সদস্যের দল ঘোষণার কথা থাকলেও সেই ঘোষণাটা আপাতত সন্ধ্যায় অনুশীলন পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। ফিফার ছাড়পত্র না পাওয়ায় এলিটা কিংসলেকে সাফের চূড়ান্ত দলে রাখা হবে কিনা তা নিয়ে এখনো দ্বিধায় বাফুফের জাতীয় দল কমিটি।
এই বছরের মাঝামাঝি সময়ে নাইজেরিয়ার নাগরিকত্ব ছেড়ে বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার পর থেকেই এলিটাকে জাতীয় দলে পাওয়ার স্বপ্ন দেখছে বাফুফে। মাঝে ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে এএফসি কাপে খেলতে মালদ্বীপে গিয়েও এএফসির ছাড়পত্র না পাওয়ায় খেলতে পারেননি এলিটা।
এএফসির ছাড়পত্র না পেলেও এলিটাকে নিয়ে মালদ্বীপে যেতে চায় বাংলাদেশ। ১ অক্টোবর শ্রীলঙ্কা ম্যাচের আগের দিন অর্থাৎ ৩০ সেপ্টেম্বর প্রাথমিক দল থেকে যে কাউকে মূল দলে অন্তর্ভুক্ত করা যাবে বলে জানিয়েছেন সাফে জাতীয় দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু। তবে শ্রীলঙ্কা ম্যাচের আগে যদি এএফসির ছাড়পত্র না পান এলিটা তাহলে সাফের দল থেকেও বাদ পড়ে যাবেন সাবেক এই আফ্রিকান ফরোয়ার্ড। এলিটা মালদ্বীপে যাচ্ছেন কিনা সেটা জানা আজ সন্ধ্যায় দল ঘোষণার পর।