অনলাইন ডেস্কঃ
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে,২০১৭ সালের আগস্টের শুরু থেকেই রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত মোট সহায়তার পরিমাণ ১ দশমিক ৫ বিলিয়ন ডলার।
রোহিঙ্গা শরণার্থীদের জন্য শুরু থেকেই সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। সেই ধারাবাহিকতায় আরও ১৮ কোটি মার্কিন ডলারের অতিরিক্ত তহবিল ঘোষণা করেছে দেশটি। বুধবার (২২ সেপ্টেম্বর) এ ঘোষণা করা হয়। খবর প্রকাশ করেছে আল-জাজিরা।