অননলাইন ডেস্ক :
যার যত বেশি বিনিয়োগ, তার মুনাফার হার হবে তত কম। তবে ১৫ লাখ টাকার কম বিনিয়োগের মুনাফা একই থাকছে।মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, নতুন করে যারা সঞ্চয়পত্র কিনবেন তাদের জন্য এই নতুন মুনাফার হার প্রযোজ্য হবে। আগের ক্রয়কৃত সঞ্চয়পত্রের উপর এই পরিবর্তিত হার কার্যকর হবে না। তবে মেয়াদশেষ হয়ে গেলে পুনরায় আবার সঞ্চয়পত্র কিনলে তখন নতুন মুনাফার হার আরোপিত হবে। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উভয়ের জন্য নতুন এই মুনাফার হার প্রযোজ্য হবে।
দেশে সবচেয়ে বেশি বিক্রি হয় পারিবারিক সঞ্চয়পত্র। পাঁচ বছর মেয়াদী এই সঞ্চয়পত্রের মেয়াদ শেষে মুনাফার হার হয় ১১ দশমিক ৫২ শতাংশ।
এখন এই সঞ্চয়পত্রে ১৫ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার কমিয়ে করা হয়েছে সাড়ে ১০ শতাংশ। আর ৩০ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে এই হার সাড়ে ৯ শতাংশ হবে।