বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক : গেমিং ফিল্ডে প্রথমে মাদারবোর্ড আর জিপিউ দিয়ে শুরু করে ধীরে ধীরে কিবোর্ড মাউসের মত এক্সেসরিজ রিলিজ করার পর এবার গিগাবাইট নিয়ে এল তাদের G24F গেমিং মনিটর। এটিতে গেম খেলার জন্য যে স্পেসিফিক ফিচার্স থাকা প্রয়োজন, তাঁর সবই এতে আছে। শুধু তাই নয় এটিতে এমন কিছু ফিচার্স আছে যা আর অন্য কোন গেমিং মনিটরেই নেই। এই মনিটরটি 23.8 ইঞ্চি ও এর রেজুলোশন 1920 বাই 1080 পিক্সেল আর এর ফ্রিকোয়েন্সি 165hz ও রেস্পন্স টাইম মাত্র ১ এমএস। অর্থাৎ বুঝতেই পারছেন গেমিং এর জন্য এটি খুবই উৎকৃষ্ট মানের একটি মনিটর।
Specifications:
✅165 HZ refresh rate
✅178° viewing angle
✅HDMI 2.0×2
✅OSD Sidekick
✅ Aim Stabilizer
✅ Black Equalizer
✅ Dashboard
✅ Crosshair
✅ Timer
✅ Counter
✅ Auto-Update
✅ Smart OD ৯০ শতাংশ ডিসিআই-পিথ্রি থাকায় এর কালার রিপ্রোডাকশন খুবই ভাল। সেই সাথে থাকছে সত্যিকারের এইচডিআর। তাই মুভি দেখার জন্যও এই মনিটরটি অসাধারণ। আরও আছে এএমডি ফ্রি সিঙ্ক যার ফলে এখন এনভিডিয়া (NVidia) কিংবা AMD গ্রাফিক্স কার্ড দিয়ে কোনরুপ স্ক্রিন টিয়ারিং ছাড়াই গেম উপভোগ করতে পারবেন। মনিটরটির বিল্ড কোয়ালিটি যথেষ্ট শক্তপোক্ত ও প্রিমিয়াম লেভেলের। এর স্কীন চাইলে আপনি 178′ angle এ বাকাতে পারবেন। যেকোন প্রকারের নাড়াচড়া করতে এই মনিটরটি । এর i/o হিসেবে আছে একটি পাওয়ার ক্যাবল, দুটি USB3.2, দুটি HDMI, একটি ডিসপ্লে পোর্ট . আর এই মনিটরটিতে থাকছে তিন বছরের ওয়ারেন্টি।
একটা গেমিং মনিটরে যেসব ভাল দিক থাকা দরকার তার প্রায় সবই এতে আছে। রেজুলেশন, হার্জ, রোটেশন থেকে শুরু করে এতে আরও যত ফিচার্স এই মনিটরে রয়েছে তার অনেকগুলো গেমারেরা একটি মনিটর থেকে পাবার আশাই করে না। এটি এমন একটি মনিটর যা শুধু গেম উপভোগ্য করে তুলবে না সাথে সাথে গেমে আপনাকে অনেক সুবিধা ও দিবে যা বর্তমানে আর কোন মনিটরে নেই। যারা কিনা মাল্টি প্লেয়ার গেমিং রীতিমতো প্রফেশনাল্ভাবে করতে চান কিংবা স্ট্রিমিং করেন অথবা সেসাথে ভিডিও ইডিটিং ও গ্রাফিক্সের কাজ করেন তাদের জন্য এই মনিটরটি আদর্শ একটি মনিটর। তাই দেরি না করে অর্ডার করে ফেলুন আপনার হাতে পৌঁছে যাবার জন্য।
ভি+১ চীপ সমৃদ্ধ ৫জি স্মার্টফোন ভিভো এক্স৮০ ৫জি
বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক: উন্নতমানের ফটোগ্রাফি, ইমেজিং টেকনোলজি ও উন্নত পারফরম্যান্সের জন্য সম্প্রতি সাড়া ফেলেছে ভিভো এক্স৮০ ৫জি। নান্দনিক ও এলিগেন্ট...