ডেস্ক রিপোর্ট ঃ
বিশেষ ক্ষেত্রে বিদ্যুৎ ও গ্যাসের দাম সরাসরি বাড়ানো বা কমানোর ক্ষমতা সরকারের হাতে রাখতে সংসদে বিল উত্থাপন করা হয়েছে।
রোববার (২২ জানুয়ারি) সংসদে ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন)’ বিল উত্থাপন করা হয়। বিলটি সংসদে পেশ করেন জ্বালানি, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পরবর্তীতে পাঁচ দিনের মধ্যে বিলটি অধ্যয়ন ও প্রতিবেদনের জন্য জ্বালানি, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী সংসদীয় কমিশনে পাঠানো হয়।
গত ১ ডিসেম্বর রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন অ্যাক্ট’-এর এই ধারায় সংশোধনী আনা হয়। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি করার পর জাতীয় পরিষদের প্রথম অধিবেশনের প্রথম অধিবেশনে অধ্যাদেশটি সংসদে পেশ করতে হবে। এর পরিপ্রেক্ষিতে ৫ জানুয়ারি আইনমন্ত্রী আনিসুল হক অধ্যাদেশটি সংসদে উত্থাপন করেন। এটি এখন বিল আকারে সংসদে তোলা হয়েছে।
বিলে এই আইনের অন্য কোনো বিধানের প্রতি কোনো বাধা ছাড়াই, কৃষি, শিল্প, সার, বাণিজ্য ও গার্হস্থ্য কাজে জনস্বার্থের শক্তির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার জন্য বিশেষ ক্ষেত্রে সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে ভর্তুকি সমন্বয়ের ব্যবস্থা করা হয়েছে। শক্তির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার জন্য শক্তি সঞ্চালন, সঞ্চয়স্থান, ইত্যাদি বিপণন, সরবরাহ, বিতরণ এবং ভোগের স্তরে হার সেট, রিসেট বা সামঞ্জস্য করতে পারে।