ডেস্ক রিপোর্ট ঃ
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার প্রকল্প আমাদের তালিকায় নেই। প্রধানমন্ত্রী (প্রধানমন্ত্রী) জানতেও চাননি। এটি আইন অনুযায়ী প্রক্রিয়া করা হয়। অনুমোদন না হলে সংশ্লিষ্টরা দেখবেন। এটা আমার এখতিয়ারের অধীনে নয়।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ প্রকল্পটি দ্বিতীয় সংশোধনীর অনুমোদন দেওয়া হয়। এ প্রকল্পসহ ১১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ১১ প্রকল্পের ব্যয় ১০,৬৮৩ কোটি টাকা।