মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পালিয়ে যাওয়ার সময় মঙ্গলবার সকালে মো. স্বপন মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
স্বপন মিয়া একটি হত্যা মামলার আসামি। স্বপন মিয়া কুমিল্লার তিতাস উপজেলার মানিককান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে,সে বন্দরে ব্ল্যাক লিস্টেড আসামী ছিলেন। তাকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা দেওয়ান মোর্শেদুল ইসলাম জানান, ভারতে যাওয়ার সময় তার পাসপোর্ট চেক করা হয়। তার বিষয়ে মামলা থাকার বিষয়টি নিশ্চিত হয়ে গ্রেপ্তার করা হয়।