ডেস্ক রিপোর্ট ঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৯ এপ্রিল থেকে শুরু করার সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সুপারিশ করা হয়। বৈঠকে উপস্থিত একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ২৯ এপ্রিল চারুকলার শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের ভর্তি পরীক্ষা শুরু হবে। ৬ মে কলা অনুষদ, সামাজিক ও আইন বিজ্ঞান অনুষদ, ১২ মে বিজ্ঞান অনুষদ এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।