আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রে ৯ বছরের এক শিশুকে গুলি করে হত্যা করেছে প্রতিবেশী। শিশুটি মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, শিকাগো শহরে গুলিবিদ্ধ হয়ে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মেয়েটি তার স্কুটার নিয়ে খেলছিল এমন সময় একজন প্রতিবেশী তার কাছে এসে তার মাথায় গুলি করে। মেয়েটির নাম সেরাবি মদিনা।
মেয়েটির কাজিন ওয়াশিংটন পোস্টকে বলেছেন, ‘সে সবসময় হাসিখুশি, প্রেমময় ছিল। দৌড়ে গিয়ে সবাইকে জড়িয়ে ধরতেন। তার হাসি পুরো শিকাগোকে আলোকিত করতো। চলতি মাসের শেষের দিকে সে চতুর্থ শ্রেণিতে পড়াশোনা শুরু করার জন্য খুব আনন্দিত ছিল।’
মাইকেল গুডম্যান (৪৩) নামে এক ব্যক্তির বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার শুনানির পর তাকে কুক কাউন্টিতে জামিন ছাড়াই আটক করা হয়।
গুডম্যান সেরাবির বাড়ি থেকে রাস্তার ওপারে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে থাকেন। নিহতের পরিবারের দাবি, তারা গুডম্যানকে চিনত না।
আদালতের রেকর্ড অনুসারে, গুডম্যান একটি বন্দুক বের করে এবং নির্দয়ভাবে শিশুটির মাথায় গুলি করে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর গুডম্যান একটি হাসপাতালে গুরুতর অবস্থায় ছিলেন। গুডম্যান অতীতে তার বাড়ির চারপাশে বাচ্চাদের খেলার বিষয়ে অভিযোগ করতো বলে জানা গেছে।
গুডম্যানের আইনজীবী আদালতকে তার গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যার কথা জানিয়েছেন। পরে তাকে জরুরী মানসিক চিকিৎসার নির্দেশ দেন আদালত।