৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষককে গ্রেফতার

৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষককে গ্রেফতার

জেলা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলার ৮ বছরের এক নাবালিকা শিশুকে ধর্ষণের অভিযোগ করার মামলার আসামিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। শুক্রবার রাত পৌনে ১০টায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ইনাতগঞ্জ এলাকা হইতে ধর্ষককে গ্রেফতার করা হয়।
থানা ও এজাহার সুত্রের বরাতে জানা যায়, বুধবার (৮ মার্চ) ভুক্তভোগী ২য় শ্রেণিতে পড়ুয়া ৮ বছরের নাবালক শিশু বাড়ির উঠানে খেলা করছিল। তখন পাশ্ববর্তী ঘরের বাসিন্দা হান্নান মিয়া বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুটিকে ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে হান্নান । বিষয়টি ভুক্তভোগী নাবালিকা শিশুটি তার মাকে জানায়। এ ঘটনায় নাবালিকা শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে শিশুটির বাবা জসিম মিয়া বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন যাহার নং থানার মামলা নং ১৪ জিআর ৮৪/২৩ ধারা-৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) । ঘটনার পর থেকে আসামি হান্নান আত্মগোপনে ছিল।
আসামী- হান্নান মিয়া (৫৫), পিতা-মৃত ফারুক মিয়া, স্থায়ী: গ্রাম- মাসকান্দি (বলরামপুর, ৯নং আমতৈল ইউপি, বর্তমানে সে লামা জগন্নাথপুর, ১১ নং মোস্তফাপুর ইউপি), উপজেলা/ থানা ও জেলা – মৌলভীবাজার।
এ ঘটনায় মেয়েটির বাবা জসিম মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার মৌলভীবাজার সদর মডেল থানায় ধর্ষণের অভিযোগে হান্নান মিয়াকে আসামি করে মামলা দায়ের করেন।
শুক্রবার রাতে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরীর দিক নিদের্শনায় ও এস আই মুখলেসুর রহমান লস্কর, এসআই(নিঃ)/মোঃজাকির হোসেন রুবেলদ্বয়ের নেতৃত্বে একাধিক আভিযানিক টিম পরিচালনা করিয়া মামলার রুজু হওয়ার ২৪ ঘন্টার মধ্যে পলাতক অবস্থায় আসামীকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার এনায়েতগঞ্জ এলাকা হইতে গ্রেফতার করা হয়। মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এজাহারনামীয় একমাত্র আসামী হান্নান মিয়াকে, নবীগঞ্জ উপজেলাধীন ইনাতগঞ্জ বাজার থেকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *