নিজস্ব প্রতিনিধি:
ঢাকা, হবিগঞ্জ, সৈয়দপুর, নওগাঁ জেলা ও রংপুর মহানগরে কমিটি ঘোষণা করেছে যুবদল। সোমবার (২৮ আগস্ট) রাতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
ইয়াছিন ফেরদৌস মুরাদকে যুবদলের ঢাকা জেলার পাঁচ সদস্যের উপ-কমিটির সভাপতি করা হয়েছে। তিনি আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। আর সাধারণ সম্পাদক হয়েছেন আইয়ুব খান। তিনি আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। আবুল হাসেমকে পাঁচ সদস্যের কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান করা হয়েছে। এছাড়া দেলোয়ার হোসেন মাসুমকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মোকারম হোসেন সাজ্জাদ।
এদিকে হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ ও সদস্য সচিব সফিকুর রহমান সিটু, নওগাঁর আহ্বায়ক মাসুদ হায়দার টিপু ও সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, সৈয়দপুরের আহ্বায়ক মো: তারিক আজিজ ও সদস্য সচিব পদে হাজী মো. পারভেজ আলমের নাম ঘোষণা করা হয়েছে।
এছাড়া রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক হিসেবে নুরুন্নবী চৌধুরী মিলন ও সদস্য সচিব আতিকুল ইসলাম লেনিনের নাম ঘোষণা করা হয়েছে।