৫৭ দিন ধরে বন্ধ নোবিপ্রবির বিএমএস বিভাগ

৫৭ দিন ধরে বন্ধ নোবিপ্রবির বিএমএস বিভাগ

শিক্ষা

শিক্ষা ডেস্ক:
ডিগ্রি পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বাংলাদেশ অ্যান্ড লিবারেশন ওয়ার স্টাডিজ (বিএমএস) বিভাগ গত ৫৭ দিন ধরে বন্ধ রয়েছে।

একই দাবিতে রোববার (১৬ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ করেন বিভাগের শিক্ষার্থীরা। পরে তারা প্রশাসনিক ভবনের গেট অবরোধ করে স্লোগান দেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার মুখে পড়েন। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. মোহাম্মদ আব্দুল বাকীর সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভাগের চেয়ারম্যান ড. দিব্যদ্যুতি সরকারের সঙ্গে একই ইস্যুতে বৈঠক করেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ অ্যান্ড লিবারেশন ওয়ার স্টাডিজ (বিএমএস) বিভাগ চালু হয়। বর্তমানে দুটি ব্যাচ স্নাতক পাস করলেও বিভাগের নির্দিষ্ট বিষয় কোড না থাকায় তারা বেশিরভাগ সরকারি চাকরিতে আবেদন করতে পারছে না। বিভাগের নাম বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ অধ্যয়ন অপরিবর্তিত রেখে ইতিহাস বা রাষ্ট্রবিজ্ঞানে ডিগ্রি চান তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র আবদুল্লাহ আল মামুন সাব্বির বলেন, আমরা গত দুই মাস ধরে আন্দোলন করছি। আমাদের বিভাগের দুই ব্যাচের স্নাতক সম্পন্ন করা চাকরির আবেদন করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। সাবজেক্ট সম্পর্কিত আমাদের কোনো চাকরি নেই। আমাদের দাবি আমরা বিভাগের নাম অপরিবর্তিত রেখে দ্রুততম সময়ের মধ্যে ডিগ্রির পরিবর্তন চাই।

এ প্রসঙ্গে বিভাগের চেয়ারম্যান ড. দিব্যদুতি সরকার বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলব শিক্ষার্থীরা যেভাবে চাইবে চিঠি পাঠাতে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *