মাগুরা জেলা প্রতিনিধি :
৫০ বছর পূর্তী উপলক্ষ্যে মাগুরার আড়পাড়া সরকারি আইডিয়াল স্কুলের এসএসসি ৭৩ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষ্যে গতকাল সকালে স্কুল চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা টি উপজেলা পরিষদ হয়ে আড়াপাড়া বাজার প্রদক্ষিণ করে স্কুলের গেটের সামনে এসে শেষ হয়। পরে ব্রজেন্দ্রনাথ মন্ডল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা। বিশেষ অতিথি ছিলেন এ কে এম খাইরুল আলম, প্রধান শিক্ষক আড়পাড়া সরকারি আইডিয়াল স্কুল। অনুষ্ঠানে বক্তারা ৭৩ ব্যাচের সকল বন্ধুদের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং এ ধারা কে অব্যাহত রাখার আহ্বান জানান। পরে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।