নিজস্ব প্রতিনিধি:
৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে পাস করেছে ১২ হাজার ৭৮৯ জন। মঙ্গলবার (৬ জুন) পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষা অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে।
জানা গেছে, গত ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ ২৫ দিনের মধ্যে হয়। সেই বিসিএসের চেয়ে কম সময়ে ফল প্রকাশ করতে চায় পিএসসি। গত ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী পরীক্ষার ১৭ দিনের মধ্যে প্রাথমিক ফলাফল প্রকাশ করলো পিএসসি। প্রার্থীরা পিএসসির ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন।
শুক্রবার (১৯ মে) অনুষ্ঠিত ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ৭৭ শতাংশ পরীক্ষার্থী অংশ নেয়। ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। পরীক্ষায় অংশ নেয়নি ৭৮ হাজার ৮০৩ জন।
পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০০ নম্বরের এই পরীক্ষাটি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।