৩ মাসে কমেছে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

৩ মাসে কমেছে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

অর্থনীতি আন্তর্জাতিক

নিজস্ব প্রতিনিধি:

টানা চতুর্থ সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে। ফলে গত তিন মাসের মধ্যে দেশটির রিজার্ভ সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ২৪ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $৫৬০.৯৪ বিলিয়ন। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এই তথ্য নিশ্চিত করেছে।

গত সপ্তাহে রিজার্ভ $ ৩৩০ মিলিয়ন কমেছে। গত তিন সপ্তাহে মোট ১৫ বিলিয়ন ডলার কমেছে। ১৭ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহে ভারতের রিজার্ভ $ ৫৬১.২৭ বিলিয়ন ছিল।
এদিকে, ডলারের বিপরীতে রুপির মান ধরে রাখতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক। রুপির মূল্য যাতে ৮৩-এর নিচে না নামে সে জন্য ডলার বিক্রি বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এমন পরিস্থিতিতে দেশটির রিজার্ভ নিম্নমুখী।

অন্যদিকে, চলতি অর্থবছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধি সাত শতাংশ হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটির জাতীয় পরিসংখ্যান বিভাগ এ তথ্য জানিয়েছে।
মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা (সিইএ) ভি অনন্ত নাগেশ্বরন বলেছেন, পুরো অর্থবছরের জন্য সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জনের জন্য মার্চ ত্রৈমাসিকে চার থেকে চার.১ শতাংশ প্রবৃদ্ধি প্রয়োজন। সাত শতাংশ বৃদ্ধির পূর্বাভাসকে “খুবই বাস্তবসম্মত” বলে অভিহিত করে সিইএ বলেছেন, উৎপাদন ভালো অবস্থায় রয়েছে এমন যথেষ্ট লক্ষণ,দেখা যাচ্ছে। তবে আবহাওয়া সংক্রান্ত অনিশ্চয়তা মোকাবেলায় ভারতকে প্রস্তুত থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *