৩৭ কেজি গাঁজা ও ২৩২০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৩৭ কেজি গাঁজা ও ২৩২০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অপরাধ

ডেস্ক রিপোর্ট:
ঢাকার যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে প্রায় ১৮ লক্ষাধিক টাকা মূল্য মানের ৩৭ কেজি গাঁজা ও ২৩২০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

১৫ সেপ্টেম্বর শুক্রবার বিকালে ও রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকা ও দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন তেঘরিয়া এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ১১,১০,০০০ টাকা মূল্যের ৩৭ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ মিরাজ সর্দার (৩৮), পিতা-মোঃ মালেক সর্দার, বর্তমান ঠিকানা-শুভাড্যা, মধ্যপাড়া, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা, ২। মোছাঃ রাহেলা খাতুন (৬০), স্বামী-মৃত পাংখা মিয়া, সাং-বাড়ুয়া, গুচ্ছগ্রাম, থানা-ঝিনাইগাতী, জেলা-শেরপুর ও ৩। মোছাঃ শিউলি বেগম @ বিলকিছ (৫০), স্বামী-মৃত মোবারক হোসেন, সাং-শ্রীনগর, দক্ষিণপাড়া, থানা-সদর, জেলা-নরসিংদী বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে ২টি মোবাইল ফোন ও নগদ-৬৯০ টাকা উদ্ধার করা হয়।

এছাড়া একই তারিখ রাতে র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৬,৯৬,০০০ টাকা মূল্য মানের ২,৩২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। আলতাফ হোসেন @ আকাশ (৩৯), পিতা- তোফায়েল আহামদ, সাং- বড়ইতলা, থানা- চন্দ্রগঞ্জ, জেলা- লক্ষীপুর ও ২। জসিম উদ্দিন (৩০), পিতা-মৃত সিদ্দিক আহাম্মদ, সাং-ধেছুয়া পালং (কুনিয়া পালং), থানা-রামু, জেলা-কক্সবাজার বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে ২টি মোবাইল ফোন ও নগদ-৪,৪৫০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *