ডেস্ক রিপোর্ট ঃ
দুবাইয়ের বার ডান্সে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে যৌনকর্মী হিসেবে পাচারের অভিযোগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগের বিরুদ্ধে মানব পাচার আইনের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৩১ জানুয়ারি ধার্য করেছে আদালত।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ছিল। তবে মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মো. আগামী ৩১ জানুয়ারি দিন ধার্য করেছেন।
এ মামলার বাকি আসামিরা হলেন- আজম খান, নাজিম, আল-আমিন হোসেন ওরফে ডায়মন্ড, স্বপন হোসেন, এরশাদ, আলমগীর, আমান ও শুভ।
উল্লেখ্য যে, ২০২০ সালের ২ জুলাই সিআইডির উপ-পুলিশ সুপার মৃণাল কান্তি দাস মানবপাচার আইনে লালবাগ থানায় মাস্টারমাইন্ড আজম খানসহ নয়জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
জানা গেছে, আসামিরা দুবাইয়ের হোটেল ও ডান্স বারে মেয়েদের যৌনকর্ম করতে বাধ্য করত। তাদের প্রতিনিধিরা দেশের বিভিন্ন ডান্স ক্লাব বা সংস্থার কাজের জন্য মেয়েদের দুবাই পাঠাতেন।