নিজস্ব প্রতিনিধি:
দেশে ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মোট ৩৯৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ২ হাজার ৯০৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোট ৮৫ হাজার ৪১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার (১২ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯০৫ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১,০৪২ এবং ঢাকার বাইরে ১,৮৬৩ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৪১১ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৪২ হাজার ৭৪৬ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৬৬৫ জন। একই সময়ে, ৭৫,২৮০ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৩৮ হাজার ১০৪ জন এবং ঢাকার বাইরে ৩৭ হাজার ১৭৬ জন।
প্রতিবেদনে বলা হয়, শনিবার (১২ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯০৫ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১ হাজার ৪২ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৮৬৩ জন। ২৪ ঘণ্টায় মৃত ১১ জনের মধ্যে ৭ জন রাজধানী ঢাকার বাসিন্দা এবং বাকি ৪ জন ঢাকার বাইরের বাসিন্দা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৯ হাজার ৭৩৩ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৪ হাজার ৩৩৫ জন এবং ঢাকার বাইরে ৫ হাজার ৩৯৮ জন।