২৪ ঘন্টায় করোনায় শনাক্ত ১৩ জন

২৪ ঘন্টায় করোনায় শনাক্ত ১৩ জন

জাতীয় স্বাস্থ্য

নিজস্ব প্রতিনিধি:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। দেশে এখন পর্যন্ত করোনায় ২৯ হাজার ৪৭৬ জনের মৃত্যু হয়েছে। এদিন ১৩ জনকে নতুন শনাক্ত করা হয়েছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৫ হাজার ১৫৯ জন।

রোববার (২০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা শহরসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাসাবাড়িতে গত ২৪ ঘণ্টায় উপসর্গহীন রোগীসহ ২৫ জন সুস্থ হয়েছেন বলে জানা গেছে।

এখন পর্যন্ত মোট ২০ লাখ ১২ হাজার ৪৯৪ জন সুস্থ হয়েছেন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে ২৪ ঘণ্টায় ১,১২৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং মোট ১,১২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ১ কোটি ৫৫ লাখ ৪১ হাজার ৭৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার এক দশমিক ১৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ১৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

এতে আরও জানানো হয়েছে যে গত ২৪ ঘণ্টায় কেউ আইসোলেশনে আসেননি এবং আরও পাঁচজন আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত ৪ লাখ ৫২ হাজার ৭৫৮ জন আইসোলেশনে এসেছেন এবং আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৪ লাখ ২৩ হাজার ৪৯৭ জন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ২৯ হাজার ২৬১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *