২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৩২ জন

২৪ ঘন্টায় করোনায় নতুন শনাক্ত ৭৩ জন

স্বাস্থ্য

নিজস্ব প্রতিনিধি:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। দেশে এখন পর্যন্ত করোনায় মোট ২৯ হাজার ৪৬৫ জনের মৃত্যু হয়েছে। এদিন ৭৩ জন নতুন শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৩ হাজার ৭৩০ জন।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাসাবাড়িতে গত ২৪ ঘণ্টায় উপসর্গহীন রোগীসহ ৮৭ জন সুস্থ হয়েছেন বলে জানা গেছে। এ পর্যন্ত মোট ২০ লাখ ১০ হাজার ৫৮১ জন সুস্থ হয়েছেন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে ২৪ ঘণ্টায় ১,৬০৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং মোট ১,৬০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ১ কোটি ৫৪ লাখ ৯৫ হাজার ৯৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তকরণের হার ৪ দশমিক ৫৫ শতাংশ। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তকরণের হার ১৩.১৯ শতাংশ। শনাক্তকরণের জন্য পুনরুদ্ধারের হার ৯৮.৩৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১০ জন আইসোলেশনে এসেছেন এবং চারজনকে আইসোলেশন থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এ পর্যন্ত ৪ লাখ ৫২ হাজার ৬২৬ জন আইসোলেশনে এসেছেন এবং আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৪ লাখ ২৩ হাজার ৩০৭ জন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ২৯ হাজার ৩১৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *