নিজস্ব প্রতিনিধি:
সারাদেশে গত একদিনে ৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত একদিনে ৯৪৫টি নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তকরণের হার ৩.৩৯ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তকরণের হার ১৩.১৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
দেশে এখন পর্যন্ত মোট ২০ লাখ ৪৪ হাজার ৫৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৭৩ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ১১ হাজার ৫২৫ জন।