২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স চাই: পরীমণি

২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স চাই: পরীমণি

বিনোদন

নিজস্ব প্রতিনিধি:
ঢালিউডের সবচেয়ে আলোচিত জুটি পরীমনি ও শরিফুল রাজ। ভালোবেসে একে অপরকে বিয়ে করেছেন তারা। তারকা এই জুটি এখন বিচ্ছেদের পথে হাঁটছে। রাজের সঙ্গে সংসার করতে নারাজ পরীমণি। সম্প্রতি তিন অভিনেত্রীর সঙ্গে রাজের কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়েছে। এরপর স্বামী শরিফুল রাজকে ‘ফেক’ বলে মন্তব্য করেন পরীমনি।

এই অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি এই ফেক মানুষটির সাথে থাকতে চান না। তিনি বলেন, আমি চাই রাজ আমাকে ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স দিয়ে দিক।

পরীমনি বলেন, এখন রাজ্যের মা আমার জন্য অনেক স্বস্তি, শান্তি ও শ্রদ্ধার পাত্র। যার মধ্যে কোন ফেকনেস বা মিথ্যা নেই।

সোমবার রাতে এক প্রেস লাইভে একথা জানান অভিনেত্রী পরীমনি। তিনি বলেন, আপনাদের সঙ্গে তার কনভারসেশন হলো, সেটা দেখলে মানুষ স্পষ্ট বুঝতে পারবে যে, কতটা ফেক, কতটা রিয়েল! আমার তো বলার নেই কিছু। আমি সব কিছু পাবলিককে দিয়ে দিলাম। একটা ফেক মানুষের সঙ্গে থাকতে পারব না। যিনি একজন মানুষকে রেসপেক্ট ভেতর থেকে দেয় না, সেটা তো আপনি দেখাতে পারবেন না।

এছাড়া দাম্পত্য কলহ নিয়ে স্বামী রাজের সঙ্গে বসতে (সমঝোতা) চান কিনা এমন প্রশ্নের জবাবে পরীমনি বলেন, আমি আর বসতে চাই না। যদি হতোই তাহলে অনেক আগেই হতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *